গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি বিপণন অধিদপ্তর
কৃষি মন্ত্রণালয়
জেলা মার্কেটিং অফিস
রাজবাড়ী।
সিটিজেন চার্টার
কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি পণ্যের বাজার তথ্য, গবেষণা, মার্কেট রেগুলেশন ও বাজার সম্প্রসারণ কার্যক্রম দ্বারা বিপণন ব্যবস্থাপনার উন্নয়ন ও বাস্তবায়নে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা ও ভোক্তাসেবা প্রদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ।
জেলা মার্কেটিং অফিস রাজবাড়ী থেকে আপনি নি¤œবর্ণিত সেবাগুলো পেতে পারেন
সেবার বিবরণ কখন ও কিভাবে পাবেন
১। বাজারদর তথ্যঃ
ক্স জেলা সদর বাজারের প্রদান প্রধান কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজারদর ক্স অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানতে পারবেন।
ক্স জেলায় সরাসরি কৃষক বিক্রিত প্রধান ০২টি বাজারের কৃষকপ্রাপ্ত ও মৌসুমী ফসলের পাক্ষিক বাজারদর ক্স অফিস কার্যদিবসে দুপুর ১২.০০ টা থেকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানাতে পারবেন।
ক্স জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক (সপ্তাহান্ত বুধবার) বাজারদর তথ্য ক্স অফিস কার্যদিবসের দুপুর ১২.০০ টা থকে বিকেল ০৪.০০ টার মধ্যে জানাতে পারবেন।
ক্স সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদাপত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজারদর ক্স সংস্থার চাহিদাপত্র গ্রহণের পর ০৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে।
২। বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত
ক্স কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন ক্স আবেদন প্রাপ্তির পর ১৫ কার্যদিবসের মধ্যে।
৩। অন্যান্য সেবাসমূহ:
ক্স কৃষি উপকরণ হিসেবে রাসায়নিক সারের জেলা পর্যায়ের চলতি বাজারদর তথ্য । ক্স অফিসের সংগৃহীত বাজারদর তথ্যের ভিত্তিতে চাহিদাপত্র অনুযায়ী ০৫ কার্যদিবসের মধ্যে
ক্স কৃষি বিপণন অধিদপ্তরের উপর্যূক্ত ’’ সিটিজেন চার্টারে বর্ণিত যে কোন সেবার জন্য ’ফোকাল পয়েন্ট’ হিসেবে জেলা বাজার কর্মকর্তা এর সাথে সরাসরি অথবা ৬৫০৮৯ নম্বর ফোনে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
ক্স আপনার অভিযোগের বিষয়টি ০৭ দিনের মধ্যে অত্র অফিস জবাবাদিহি/কার্যকর ব্যবস্থা গ্রহণে দায়বদ্ধ।
ক্স যদি ঐ সময়সীমার মধ্যে ব্যবস্থা গ্রহীত না হয় তবে আপনি এ ব্যাপারে উপ-পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা বিভাগ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পল্লবী ঢাকা-১২১৬ ঠিকানায় লিখিতভাবে অথবা ফোন ও ফ্যাক্স ০২/৯০১৪৪২০ নম্বরে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।
-------------------------------------------------------------------------------------------------------------------
কৃষি বিপণন অধিদপ্তরের কার্যক্রম ও কৃষিপণ্যের বাজার তথ্যের জন্য আপনি িি.িফধস.মড়া.নফ - ওয়েব এ ভিজিট করতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS